কিছু কথা

কষ্ট (জুন ২০১১)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ২৮
  • 0
  • ৪৭
তোমরা কি শুনবে কেউ
আমার কিছু কথা?
আমার ভাল-মন্দ লাগা
কিংবা দুঃখ ব্যথা?
মাঝে মাঝে নিজেকে
লাগে বড় একা,
মনের মত বন্ধুর দেখা
পাবো আমি কোথা?
চুপচাপ বসে থাকি
কিছুই লাগে না ভাল,
অবচেতন মন বলে ওঠে,
কিছু একটা কর।
কিন্তু কি করবো আমি
পাই না কোন কাজ,
কখন যে পার‌ হয়
সকাল-দুপুর-সাঁঝ!
একা একা কোন কিছুতেই
সময় আর না কাটে,
ইশ একটা কাজ এখন যদি
থাকতো আমার হাতে!
ভাল কিছু যখন আর
করার না থাকে,
উদ্ভট কিছু চিন্তা ভাবনা
মাথায় চলে আসে।
সেইসব চিন্তা ভাবনার
আগা মাথা নাই,
চিন্তার সাগরে কখনো ডুবে
হাবুডুবু খাই!
মাঝে মাঝে বিরক্ত হয়ে
বই নিয়ে বসি,
কি আর পড়বো? এখন তো
লাগছে সবই বাসি।
কখনো কখনো মনে হয়
কিছু একটা লেখি,
কখনো বা জানালা দিয়ে
দূরে তাকায়ে দেখি।
চোখের দৃষ্টি মাঝে মাঝে
সুদূরে হারিয়ে যায়,
মনের গভীর কল্পনা ছেড়ে
অনন্ত নীলিমায়।
কখনো আমি বন্ধুর কাছে
লিখতে বসি চিঠি,
উত্তরের প্রতীক্ষায় থাকে
আমার নয়ন দিঠি।
চোখের সামনে ভাসে যে
কত রঙিন স্বপ্ন,
মনের মাঝে জাগে কত
হাজারো জটিল প্রশ্ন।
মাঝে মধ্যে লিখে ফেলি
ছড়া কিংবা কবিতা,
কখনো পড়তে ভাল লাগে
রূপকথার গল্প কথিকা।
উদাস দুপুরে শুনি কভু
প্রিয় শিল্পীর গান,
মনের অজানে দিয়ে উঠি
দুই একটি টান।
ছাদে উঠে মাঝে মাঝে
রাতের বেলায় হাঁটি,
চুপিসারে নিজের সাথে
নিজেই কথা বলি!
একাকী কথা বলি দেখে
লোকে পাগল ভাবে,
যার জা ইচ্ছা ভাবুক,
আমার কি যায় আসে!
মাঝে মাঝে ঘোর বৃষ্টিতে
ভিজতে ভাল লাগে,
জ্যোৎস্না রাতে চাঁদ দেখতে
ভীষণ লাগে ভাল।
ছুটির দিনে সকাল বেলা
দেরী করেই উঠি,
সবার সুখে সুখী হই,
সবার দুখে দুখী।
বিপদে আপদে আমি কভু
হারাইনা মনোবল,
কষ্ট ব্যথা হোক না কেন
যতই কঠিন প্রবল।
একে একে অনেকেই তো
ছেড়ে গিয়েছে দূরে,
ওদের কথা সর্বদাই যে
খুব মনে পড়ে।
বিনা দোষে কেউবা আমার
করেছে আমায় পর,
হায়রে তোমারা বুঝলে না
কে বা আপন পর!
নির্দোষ আমি, কেন আমায়
দূরে ঠেলে দিলে?
কি অপরাধে তোমারা আমায়
ছেড়ে চলে গেলে?
কার ভুল ছিল বেশী
বুঝবে একদিন বুঝবে!
সময় নিশ্চয় আসবে একদিন
খুঁজবে আমায় খুঁজবে!
একদিন সব ছেড়ে আমি
চলে যাব দূরে,
তখন খুঁজে পাবে না আমায়
সারা জগত ঘুরে।
যখন আমি থাকবো না
কার চোখের সামনে,
তখন কি পড়বে কারো
আমার কথা মনে?
জানি তখন সবাই তোমরা
ভুলেই আমায় যাবে,
একবার ডেকে দেখো আমায়
নিশ্চয় সাড়া পাবে!
বেঁচে থাকতে কেউ আমায়
দিল না একটু স্নেহ,
একটু ভালবাসল না কেউ
আদর করলো না কেহ।
যখন এই দুনিয়া ছেড়ে
মরণ আমার হবে,
তখন কারো মনে কি
আমার জায়গা হবে?
সত্যি বলছি কারো কথা
ভুলতে পারিনি আমি,
বিশ্বাস কর আমার কথা
সাক্ষী অন্তর্যামী!
যদিও তোমরা খুব সহজে
গিয়েছ আমায় ভুলে,
তবুও আমি ক্ষণিকের তরেও
যাইনা তোমাদের ভুলে।
কখনো আমায় সইতে হয়েছে
অনেক কথা তিরস্কার,
মনে করেছি এটাই ছিল
মোর পাওনা পুরস্কার।
যদিও কভু মোর অন্তরে
লেগেছে কিছুটা ব্যথা,
কই কেই তো শুনতে চাইলো না
আমার দুঃখের অব্যক্ত কথা।
কি লাভ হবে আর
শুনে এইসব কথা?
সব কিছুই আমার মনে
একই সূত্রে গাঁথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon) @তৌহিদ উল্লাহ শাকিল: যথারীতি আমিও আপনাকে ধন্ন্যবাদ জানাচ্ছি ভাই!
Dr. Zayed Bin Zakir (Shawon) @উপকুল দেহলভি: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই! সময় করে আপনার ঘর থেকে ঘুরে আসব বৈকি!
sakil যথারীতি ভালো বলছি . শুভকমনা রইলো .
উপকুল দেহলভি এ কবিতাটিও অসাধারণ ভালো লাগলো; আপনার সব লেখায় খুব ভালো; আপনাকে আমার ঘরে আমন্ত্রণ;
Dr. Zayed Bin Zakir (Shawon) @AMINA : যেমন? আপনার কোনো পরামর্শ?
AMINA শব্দ চয়নে ;ছন্দ মিলে সতর্ক হলে সামনে ভাল করবেন ।
Dr. Zayed Bin Zakir (Shawon) @সোহেল রানা : কেন বড় কবিতা লেখা মানা আছে নাকি?
Dr. Zayed Bin Zakir (Shawon) @Md. Akhteruzzaman: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর পরামর্শের জন্য. আপনার কথা আমার মনে থাকবে.
মোঃ আক্তারুজ্জামান ভালো তবে চটুল| আপনার আরও লেখা আমি পড়েছি| আপনার লেখার হাত ভালো একটু যত্ন নিয়ে ভেবে চিন্তে লিখলেই সবার অন্তপুরে ঠাই করে নিতে পারবেন এটা আমার বিশ্বাস|

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪